সুপার লিগ শেষ না করেই যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন সাকিব

আগের সংবাদ

টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস

পরের সংবাদ

নেইমার ঝলকে উড়ে গেল পেরু

প্রকাশিত: জুন ১৮, ২০২১ , ৯:৫৮ পূর্বাহ্ণ আপডেট: জুন ১৮, ২০২১ , ৯:৫৮ পূর্বাহ্ণ

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার পেরুর বিপক্ষে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেছেন সান্দ্রো (১২), নেইমার (৬৮), রিবেরিও (৮৯) ও রিচার্লিসন (৯৩)  মিনিটে।

এ ম্যাচটিতে গোল করার মাধ্যমে পেলের গড়া ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এর আরো কাছে পৌঁছে গেছেন নেইমার। পেলেকে টপকাতে এখন তার আর মাত্র নয়টি গোলের প্রয়োজন। এ জয়ের মাধ্যমে কোপা আমেরিকায় টানা দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে নেইমাররা।

প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল তারা। টানা দুটি ম্যাচে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে ব্রাজিল দেখিয়ে দিল তারা বর্তমানে কতটা শক্তিশালী দল। ব্রাজিল কোপায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে আগামী ২৪ জুন। এদিন তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কলম্বিয়া।

রি-এস/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়