×

সারাদেশ

লক্ষীপুর-২ আসনের মক ভোটিং ১৯ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ০৯:২৯ পিএম

আসন্ন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী ১৯ জুন ভোটারদের ভোটদান শেখাতে ‘মক ভোট’ নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (১৭ জুন) রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। ওই দিন মগ ভোটিং হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্দেশনায় বলা হয়েছে, লক্ষ্মীপুর-২ আসনে ইভিএমে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রসমূহে ভোটগ্রহণ, প্রশিক্ষণ ও প্রদর্শন (ভোটিং অ্যাডুকেশন) এর জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে যথা সময়ে রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবেন। এর জন্য ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোরে নির্দেশনা দিয়েছে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App