×

মুক্তচিন্তা

বর্তমান সমাজে নারীদের বাস্তবিক অবস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:৪৮ এএম

বর্তমান সমাজে নারীদের বাস্তবিক অবস্থান

বর্তমান সমাজব্যবস্থা আমরা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণভাবে সক্ষম বলে দাবি করি। করব নাই বা কেন? স্বামী মারা গেলে মেয়েদের এখন আগুনে ঝলসে তীব্র মৃত্যুযন্ত্রণা অনুভব করতে হয় না কিংবা বিধবা বলে তাকে সমাজে সম্মানহারা হতে হয় না, এমনকি নিজের ভালোমন্দ বোঝার আগেই অন্যের ভালো থাকার দায়িত্ব নিতে হয় না। এক কথায়, এখন সতীদাহ প্রথা নেই, বাল্যবিবাহ নেই, মেয়েদের পায়ে উন্নতি রোধের শিকল বাঁধা নেই, বিধবা বিবাহেরও বিরুদ্ধাচরণ করা হয় না। এমনকি অনেক দেশেই নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। সেগুলো তো সবার চোখেই পড়ে। তাহলে নারীরা পুরুষের থেকে অধিকার আদায়ে কোনো অংশে পিছিয়ে আছে- এ কথা বলার কোনো অবকাশ নেই। তবে খানিকটা সূক্ষ্ম দৃষ্টিপাত করলেই এখনো নারী-পুরুষের অধিকারের মধ্যে যে একটা অদৃশ্য পর্দা বিরাজমান সেটা অবলোকন করা যায়। ছেলে ভবিষ্যতে বড় হয়ে অর্থ উপার্জন করে পরিবার চালাবে, মেয়েরা তো পরের ঘরের বাসিন্দা। তাদের এত পড়াশোনা করার দরকার কী? মেয়ে বিয়ে দিতে গেলে পাত্রপক্ষ ‘কিছুই দাবি নেই’ এই ছোট্ট এক বাক্যের মধ্যেও অসংখ্য দাবি ঢুকিয়ে দেন। যাকে বলা চলে যৌতুক। আরো সুন্দরভাবে বলা যায় ডিজিটাল ভিক্ষা। এরপর আসে বিয়ের পরের কথা। যদি পিতৃগৃহে শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েও নারী শ্বশুরবাড়িতে আসে, অনেক ক্ষেত্রে সেখানেও তার চাকরি করার সুযোগ মিলে না। কারণ এখনো অনেক শিক্ষিত পরিবারেই একটা অশিক্ষিত চিন্তাধারা বিরাজ করে। সেটা হলো ঘরের বউ বাইরে চাকরি করতে গেলে সংসার সামলাবে কে। আর বাচ্চারা তো বিনা শাসনে উচ্ছন্নে যাবে। নিরাপত্তা প্রত্যেকের জন্যই একটি মৌলিক অধিকার। সেটা জীবনের হোক, কিংবা সম্মানের। বাসা থেকে একা বের হওয়া কিংবা একটু রাত করে বাসার বাইরে থাকলে যেন অভিভাবকদের নাভিশ্বাস উঠে যায়। চিন্তার ছাপ তাদের চোখেমুখে লেপ্টে থাকে। তাদের মেয়েটা ঠিক আছে কিনা, নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা, এসব নিয়ে ভাবতে ভাবতেই তারা কূলকিনারা হারিয়ে ফেলেন। কিন্তু উপরোক্ত একটা প্রতিবন্ধকতাও কি কোনো পুরুষের মোকাবিলা করতে হয়? এই সমাজব্যবস্থা কি সত্যিকার অর্থে নারীদের অধিকার বাস্তবায়ন করতে পেরেছে? নাকি সেটা শুধু লিখিত এবং মৌখিকভাবে জাহির করার মধ্যেই সীমাবদ্ধ? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।

চন্দ্রিকা চক্রবর্তী : শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App