×

মুক্তচিন্তা

নেতানিয়াহু যুগের অবসান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:৪২ এএম

নেতানিয়াহু যুগের অবসান

বিগত এক যুগ ধরে ইসরায়েল শাসন করে আসা দৃশ্যত ফিলিস্তিনিদের প্রতি কঠোর পন্থা অবলম্বন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুগের অবসান হলো। মঙ্গলবার ইসরায়েলি সংসদে এক আস্থা ভোটে হেরে গেছেন নেতানিয়াহু। ইসরায়েলি সংসদের কিছু বিরোধী দল মিলে ইসরায়েলে সরকার গঠন করতে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে বিরোধী দলগুলো সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হয়েছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। ইসরায়েলের বিরোধী দল ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে, আটটি দলের একটি জোট গঠন হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট। এর আগে জোট গঠনের বিষয়টি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জানানো হয়েছিল। ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া বেনেট বলেন, আমি আশা করছি, এই সরকার ইসরায়েলের সব নাগরিকের জন্য কাজ করবে। যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার জন্য কাজ করবে এ সরকার। ‘এ জোট বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলের সমাজকে ঐক্যবদ্ধ ও সংযুক্ত করার জন্য যা যা করার দরকার তার সবটাই করবে।’ প্রেসিডেন্টকে দেয়া নোটে বলা হয়, বেনেটের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লাপিড। তিনি দায়িত্ব নেবেন ২০২৩ সালের ২৭ আগস্ট থেকে। জোটের অন্য দলগুলো হচ্ছে ইয়াস আতিদ, যাদের আসন সংখ্যা ১৭। বেনি গান্টজ নেতৃত্বাধীন ব্লু এন্ড হোয়াইট পার্টি, যাদের আসন সংখ্যা ৮। এরপর এভিগডোর লিবারম্যানের ইসরায়েল বেইতেইনু, এ দলের আসন সংখ্যা ৭। মেরেভ মিখাইলের লেবার পার্টির আসন ৭টি, নাফতালি বেনেটের ইয়ামিনা পার্টির আসন ৭টি, গিডেউন সারের নেতৃত্বাধীন নিউ হোপের আসন ৬টি, নিটজান নিতজান হোরোভিটসের নেতৃত্বাধীন মেরেটজের আসন ৬টি এবং মনসুর আব্বাস নেতৃত্বাধীন রাম পার্টির আসন সংখ্যা ৪। যদি বিরোধী এ জোট ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ব্যর্থ হয় তবে গত দুই বছরের মধ্যে পঞ্চমবারের মতো আবারো ভোট আয়োজন করতে হবে দেশটিতে। নেসেটে ৬১ আসন পেলে তবেই সরকার গঠন করতে পারবে বিরোধী এ জোট। এর আগে গত দুই বছরের মধ্যে চারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ইসরায়েলে। এর মধ্যে কোনোবারই এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহু ১২ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে। শেষ পর্যন্ত তার যুগের অবসান ঘটতে চলেছে। প্রকৃতপক্ষে বিগত ১২ বছর ধরে নেতানিয়াহু অধিকৃত ভূখণ্ড গাজায় ফিলিস্তিনিদের এক ইঞ্চিও ছাড় দেয়নি। যখন তখন ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সেখানে নির্মাণ করেছে ঘরবাড়ি। এ নিয়ে ফিলিস্তিনিরা দলবদ্ধ হয়ে সংগ্রাম করলেও ইসরাইলের অস্ত্র গোলাবারুদের সামনে তারা টিকতে পারেনি। অন্যদিকে আলআসকা মসজিদ নিয়ে সারা বছরই দাঙ্গা-হাঙ্গামা লেগে থাকত। একটু সমস্যা দেখা দিলেই ইসরায়েল আলআসকা মসজিদ অবরোধ করে রাখত। মুসলিমদের এই পবিত্র আলআসকা মসজিদটির পাশাপাশি, খ্রিস্টান এবং ইহুদিদেরও তীর্থস্থান থাকায় এই গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত, এমনকি বর্তমানেও তা লেগেই আছে। বেশ ক’দিন আগেই ইসরায়েল একটি ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিতে বোমা হামলাসহ বিমানযোগে হামলা করে প্রায় ৭০ জন শিশুসহ প্রায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে; অবশেষে বিশ্বজনমতের চাপে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। এই যুদ্ধবিরতির পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিদায় নিতে হচ্ছে। বিরোধী দলগুলোর পরিকল্পনা অনুুযায়ী নেতানিয়াহুর বিদায়ের পর প্রথম প্রধানমন্ত্রী হবেন- ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট এবং বেনেটের পর ২০২৩ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন লাপিড। আমরা প্রত্যাশা করব, ইসরায়েলে নাফতালি বেনেট এবং লাপিড যুগে ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতার সুবাতাস পাবেন, এক্ষেত্রে ইসরায়েলিরা ফিলিস্তিনির প্রতি অধিক সহনশীল নীতি গ্রহণ করবেন।

রতন কুমার তুরী : লেখক ও শিক্ষক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App