×

জাতীয়

ছিনতাইয়ের মামলা থানা না নিলে ডিবিতে আসার পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ০২:৫২ পিএম

ছিনতাইয়ের মামলা থানা না নিলে ডিবিতে আসার পরামর্শ

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনায় থানা মামলা না নিলে, ডিবির কাছে আসুন। আমরা ব্যবস্থা নিবো।

বৃহষ্পতিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

হাফিজ আক্তার বলেন, অপরাধীরা রাতে ও ভোরে সক্রিয় ওয়ে ওঠে। অনেক সময় দিনের বেলা জনবহুল এলাকাতেও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। কিন্তু ভিকটিমরা থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করেন না। অনেকে থানায় হয়রানির স্বীকার হওয়ার কথাও বলেন। কিন্তু মামলা বা অভিযোগ না দিলে এসব অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই ভিকটিমদের উদ্দেশ্যে বলবো, ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনায় থানা মামলা না নিলে, ডিবির কাছে আসুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App