×

সারাদেশ

খুলনায় করোনা ইউনিটে মৃত্যু ৭, শনাক্ত ২৯ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:২৮ পিএম

খুলনায় করোনা ইউনিটে মৃত্যু ৭, শনাক্ত ২৯ শতাংশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধু খুলনার নমুনা ছিল ৩৪৪টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১০০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ শতাংশ।

আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৫৯ জন রোগী ভর্তি ছিলো। যার মধ্যে রেড জোনে ১০১ জন, ইয়েলো জোনে ২৯ জন, এইচডিইউতে ১০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App