×

আন্তর্জাতিক

এ বছর হজে রোবট দিয়ে জমজমের পানি বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ০৭:৪৫ পিএম

এ বছর হজে রোবট দিয়ে জমজমের পানি বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ পন্থা। ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে পরিবর্তন এসেছে বিশ্বের বিভিন্ন স্থানে। সংক্রমণ এড়াতে নেওয়া হচ্ছে নানাবিধ প্রযুক্তির সহায়তা। এ বছর হজ পালনের ক্ষেত্রেও এ রকম এক পরিবর্তন চোখে পড়বে। হজ পালনকারীদের কাছে এ বছর পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। বর্তমানে মক্কায় হজের প্রস্তুতি চলছে সঙ্গে রোবটগুলোও নিচ্ছে প্রস্তুতি।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনাভাইরাসের সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে বলে জানান সুদেইস।

এছাড়া হজের সময় করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ছোট সাদা-কালো রোবট নিয়ে আসার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ৩টি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। রোববার এভাবে জমজম পানি নিয়ে রোবটগুলো ঘুরেও বেড়িয়েছে। ঘটনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমরা কিছুটা বিস্মিত হয়েছেন, আবার মজাও পেয়েছেন, রোবটের কাছ থেকে জমজমের পানি সংগ্রহ করে।

জমজম কূপের পানি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাদের আল-লোকমানি বলেন, ‘রোবটগুলোর মূল লক্ষ্য হলো কোনো ধরনের মানব স্পর্শ ছাড়াই ব্যক্তিগত সেবা দেওয়া।’ তিনি জানান, ‘বর্তমানে প্রায় ২০টি রোবট দর্শনার্থী এবং হজ পালনকারীদের সেবা দিচ্ছে।’ প্রয়োজনে আরও রোবট নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App