×

জাতীয়

সুদানকে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৫:২৬ পিএম

সুদানকে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে বাংলাদেশ সরকার ৫.৩২ মিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ কোটি টাকা। এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরো শক্তিশালী করবে বলে মনে করে বাংলাদেশ সরকার।

বুধবার (১৬ জুন) অর্থমন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুন মঙ্গলবার বাংলাদেশ সরকার ৫ দশমিক ৩২ মিলিয়ন এসডিআর (আইএমএফের মুদ্রা) এর সমপরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ কোটি টাকা প্রদান করেছে। সরকার প্রত্যাশা করে ঋণ ত্রাণ (ডেট রিলিফ) হিসেবে বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ০.৭০ মিলিয়ন এসডিআর এর সমতুল্য ৮ কোটি টাকার অধিক অর্থ প্রদান করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App