×

সারাদেশ

রাজশাহীতে আষাঢ়ে বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:১১ এএম

রাজশাহীতে আষাঢ়ে বৃষ্টি

রাজশাহীতে আষাঢ় মাসের প্রথম দিনেই বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটে শুরু হয়ে থেমে থেমে ২টা ৫৫ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত হয়। দেড় ঘণ্টা ধরে বৃষ্টিপাত হলেও আকাশ মেঘলা ছিল সন্ধ্যাবেলাতেও।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ মিলিমিটার। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, দেড় ঘণ্টাব্যাপী বৃষ্টিপাত হওয়ায় নগরীর বিভিন্ন স্থানে জমে যায় পানি। আষাঢ়ের প্রথম দিনের বর্ষা ধারায় ভেজে রাজশাহীর পথ-প্রান্তর। তবে মহানগর এলাকায় সর্বাত্মক লকডাউন জারি রয়েছে, ফলে জনসাধারণ বাইরে বের না হওয়ায় দুর্ভোগে পড়তে হতে হয়নি কাউকে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক এএফএম গাউসুজ্জামান ভোরের কাগজকে জানান, আষাড়ের প্রথম দিন সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। ফলে বৃষ্টি হয়েছে। দুপুর থেকে হলেও বৃষ্টিপাত রাতেও হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বজ্রপাতের ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App