×

জাতীয়

মুনিয়া ব্যাভিচারের শিকার: সংসদে হারুনুর রশীদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০১:৫৫ পিএম

মুনিয়া ব্যাভিচারের শিকার: সংসদে হারুনুর রশীদ

সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। ফাইল ছবি

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘কিছুদিন আগে মাত্র ২০-২১ বছরের একটি মেয়ে মুনিয়া, সে ব্যাভিচারের শিকার হলো। কারা করলো? এই অপরাধের সাথে কারা জড়িত? তার ব্যাপারে প্রধানমন্ত্রী কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন। অবশ্যই ব্যাপারগুলো নারীর সুরক্ষা নারীর নিরাপত্তার সাথে জড়িত। সমাজের উপরের স্তরের লোকেরা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের যদি আইনের কঠোর আনতে পারেন তাহলে নারীদের সুরক্ষা নিশ্চিত হবে।

বুধবার (১৬ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১ বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনকালে তিনি একথা বলেন

হারুনুর রশীদ বলেন, নারীর কাজে যাবার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। এই ক্ষেত্রে রাষ্ট্রের জায়গা থেকে যদি কড়া মেসেজ দিতে না পারি, আইন আছে যদি আইনের সঠিক প্রয়োগ না করতে পারি, তাহলে কিন্তু সমস্ত আইন ভেস্তে যাবে। রাস্তায়, ট্রেনে, বাসে, লঞ্চে বিভিন্ন জায়গায় নারীরা সাংঘাতিকভাবে নিগৃহীত হচ্ছে। এ ব্যাপারে কঠোর ভাবে আইনের প্রয়োগ দাবি করেছেন বিএনপির এ এমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App