×

জাতীয়

নারীর জন্য মদ হারাম, পুরুষের জন্য কেন নয়: সংসদে হারুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:৫৪ পিএম

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, সমাজে নারীরা যদি কোনো ক্লাবে গিয়ে মদ্যপান করে, তখন তার সমালোচনা হয়, সেটাকে সমাজের চোখে হারাম বলে গণ্য করা হয়। কিন্তু পুরুষরা মদ্যপান করলে তা কি হালাল? এমন প্রশ্ন রেখে তিনি স্পিকারের দৃষ্ঠি আকর্ষণ করে বলেন, মদ্যপান করা দুজনের ক্ষেত্রেই হারাম। তাহলে নারীরা ক্লাবে গেলে, রাতে বের হলে বা মদ্যপান করলে তা সমাজের চোখে কেন হারাম বলে গণ্য হবে? পুরুষরা তো ক্লাবে সারা রাত মদ্যপান করে মাতাল হয়ে পড়েন। তখন তো সমাজে সমালোচনা বা খারাপ চোখে কেউ দেখে না। তাহলে নারীদের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য করা হচ্ছে কেন? মদ্যপান সকলের জন্যই হারাম বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি গত কয়েকদিন আগে লাঞ্ছিত চিত্র নায়িকা পরী মনির বিষয়টি তুলে ধরে বলেন, পরী রাতে একটি ক্লাবে গিয়ে কেন লাঞ্ছিত হলেন? যদিও এ বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার করেছে। আবার ওই ক্লাবটি একটি নদী দখল করে কয়েক একর জমিও ওপর তৈরি হয়েছে। ওই ক্লাবের সভাপতি একজন প্রশাসনিক কর্মকতর্তা। কিভাবে এত জমি দখল করে ক্লাবটি তৈরি হলো, তা প্রধানমন্ত্রীকে দেখার অনুরোধ জানাব। এসময় তিনি মুনিয়া হত্যার বিষয়ে কেন তদন্ত হচ্ছে না, কিভাবে সে মারা গেল তা কেন তদন্তকারী অফিসার রিপোর্ট দিচ্ছেন না, এ বিষয়ে মুনিয়ার মৃত্যুর রহস্য ও বিচার দাবি করেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘শিশু দিবা যত্ন কেন্দ্র বিল-২০২১’ এর ওপর আলোচনাকালে এসব কথা বলেন। নারী শ্রমিক বিদেশে না পাঠানোর আহ্বান: হারুন বলেন, দেশে আমাদের মেয়েরা একেবারেই নিরাপদ নয়। তারা ট্রেন, বাস লঞ্চে- এমনকি ঘরের বাইরে বের হলে লাঞ্ছনার শিকার হচ্ছেন। দেশের গ্রামে গঞ্জেও নারীরা বিভিন্নভাবে পরিবার ও বাইরে লাঞ্ছনার শিকার। তাহলে আমরা কেন নারীদের দেশের বাইরে পাঠাচ্ছি? প্রায়ই শোনা যায় বিদেশে গিয়ে নারীরা গৃহকর্তা বা দালাল দিয়ে চরম চাঞ্ছনার শিকার হন, মহা বিপদে পড়েন। কিন্তু কোনো সহায়তা তারা পান না। এসময় তিনি নারীদের বিদেশে কাজে না পাঠানোর জন্য নারী ও শিশু মন্ত্রণালয়কে ভেবে দেখার অনুরোধ করেন। তাছাড়া অনেক নারী দালালের মাধ্যমে বিদেশে গিয়ে অনেক খারাপ কাজ করতে বাধ্য হন, বা তাকে দিয়ে শারীরিক মানষিক ভাবে লাঞ্ছিত করা হয়। তাই নারীদের- আমাদের মা বোনদের এ বিপদের মধ্যে পাঠানো ঠিক হবে না। তিনি এসময় নারীদের ওপর নির্যাতনের বিষয়ে আইনগুলো আরও কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আইন আছে কিন্তু প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তার যথাযথ বাস্তবায়ন যেন হয়। যাতে দেশে নারীরা স্বাচ্ছন্দ্যে তাদের কাজ করা ও প্রয়োজনে বাইরে বের হতে পারেন। যাতায়াতের সময় যাতে কোনো ধরনের লাঞ্ছনার শিকার না হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App