×

জাতীয়

ডাচ-বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাতে রিমান্ডে ৩ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৬:৩৬ পিএম

অভিনব কৌশলে ডাচ-বাংলা ব্যাংক থেকে ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। আসামিরা হলেন আসাদুজ্জামান আসাদ, আল-আমিন বাবু ও মেহেদী হাসান ওরফে মামুন। এছাড়া আরেক আসামি সায়মা আক্তারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

বুধবার (১৬ জুন) গ্রেপ্তার এ ৪ জন আসামিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৭ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদুল ইসলাম। শুনানি শেষে হাকিম মামুনুর রশিদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার এন্ড সিরিয়াস ক্রাইম ইউনিট। তবে এ চক্রের মূলহোতা ব্যাংকটির আইটি বিভাগের কর্মকর্তা রনি পলাতক রয়েছে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App