×

স্বাস্থ্য

করোনা টিকা প্রাপ্তি চীনের জবাবের অপেক্ষায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০২:৩২ পিএম

করোনার ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন চীনের জবাবের অপেক্ষা।

বুধবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ইতিমধ্যে ভ্যাকসিন পাওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে তা স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়া হয়েছে।‌ আমরা জবাবের অপেক্ষা করছি। ১১ লাখ ভ্যাকসিন হাতে আছে তার মধ্যে ৫ লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হবে। কারণ ২য় ডোজ হাতে রেখে আমরা ভ্যাকসিন দিতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App