×

জাতীয়

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ডিআইপির মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৬:২৮ পিএম

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ডিআইপির মহাপরিচালক

মেজর জেনারেল আইয়ুব চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অধীনস্থ চারটি দপ্তরের মধ্যে এ বছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরীকে শুদ্ধাচার পুরস্কারের জন্য ভূষিত করা হয়।

শুদ্ধাচার নীতিমালা ২০১৭ এর আলোকে সুরক্ষা ও সেবা বিভাগের এ সংশ্লিষ্ট বাছাই কমিটি এক মাসের সমপরিমাণ মূল বেতনের সমান প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত সহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নাম শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করেন।

সুরক্ষা ও সেবা বিভাগের অধীনস্থ চারটি দপ্তর যথা, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর মধ্যে শুধু এ বছর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক কে এ পুরস্কারে ভূষিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App