×

সারাদেশ

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১০:১৪ এএম

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ৮জন এবং উপসর্গ নিয়ে ৩জন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৭জন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এরমধ্যে রাজশাহীর ৩৯জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৫ জন এবং কুষ্টিয়ার দুজন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬জন এবং চুয়াডাঙ্গার একজন ।

গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫টি ইনভ্যালিড হয়ে ৩৫৩ টি নমুনার মধ্যে ১১১জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ৪৪ শতাংশ। নাটোর জেলার তিনটি নমুনায় একজনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৩ দশমিক ৩৩ শতাংশ। নওগাঁ জেলার ৮৮ টি নমুনায় ৪৩ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ২৫ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনায় ২২জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ৩৬ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App