×

জাতীয়

বিটিভিতে পরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন জগদীশ এষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৫:১০ পিএম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) পদে তিন বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেনে জগদীশ চন্দ্র এষ। এর আগে তিনি বিটিভিতে ২০১৮ সালে বিটিভির পরিচালক পদে চুক্তিভিত্তিক হিসেবে যোগদান করেন।

মঙ্গলবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয় সরকার।

জগদীশ চন্দ্র এষ বিগত ১২ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার উপকমিটির একজন সদস্য। পাশাপাশি আওয়ামী লীগের অডিও-ভিজুয়াল প্রকাশনা কাজের সঙ্গেও যুক্ত। তিনি বিটিভিতে যোগদানের পর থেকে অনুষ্ঠানে নানা পরিবর্তন আনেন। যুক্ত করেন নতুন নতুন অনুষ্ঠান। যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জামালপুরের সন্তান জগদীশ এষ ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশে পড়াশুনা শেষে তিনি রাশিয়ার মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। দেশে ফেরার পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন বিটিভির এ পরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App