×

জাতীয়

বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সরঞ্জামবাহী জাহাজ মোংলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৩:০৪ পিএম

বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সরঞ্জামবাহী জাহাজ মোংলায়

জাহাজটিতে স্টিল পাইপ ও পাইলসহ তিন হাজার ২৮৮ মেট্রিকটন নির্মাণ সরঞ্জাম রয়েছে।

যমুনা নদীর ওপর নির্মিতব্য বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে জাহাজ এমভি ফ্রানবো লোহাস। আজ মঙ্গলবার (১৫ জুন) বন্দরের হারবার মাস্টার ফকর উদ্দীন জানান, পানামার পতাকাবাহী জাহাজটি সোমবার বিকালে বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

তিনি বলেন, ভিয়েতনাম থেকে আসা জাহাজটিতে স্টিল পাইপ ও পাইলসহ তিন হাজার ২৮৮ মেট্রিকটন নির্মাণ সরঞ্জাম রয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে নির্মিতব্য চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যরে দুই লেনের ডুয়েল মিটারগেজ রেল সেতুতে এই সরঞ্জাম ব্যবহৃত হবে। ওই সেতুতে শুধু রেলই চলবে। গত ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর আগে জানিয়েছিলেন, ২০২৪ সালের অগাস্টের মধ্যে কাজ শেষ হবে এবং নতুন সেতুর উপর দিয়ে ট্রেন চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App