×

জাতীয়

সংসদ শুরু, কোভিড রোডম্যাপের দাবি বিএপির হারুনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:৩৬ পিএম

সংসদ শুরু, কোভিড রোডম্যাপের দাবি বিএপির হারুনের

ফাইল ছবি

জাতীয় সংসদের মুলতবি বাজেট অধিবেশন শুরু হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১টার কিছু পরে এ অধিবেশন শুরু করেন স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা দেশে কোভিড ভ্যাকসিনের সঙ্কটের কথা তুলে ধরে এটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা বলে অভিহিত করেন।

বিএনপির হারুনুর রশীদ বলেন, দেশের একের পর এক জেলা করোনা আক্রান্ত হয়ে লকডাউনে চলে যাচ্ছে। কিন্তু সরকার পর্যাপ্ত টিকার ব্যবস্থা করতে পারছে না। তিনি এ সময় একটি সোর্স থেকে টিকা আমদানির সমালোচনা করে বলেন, বর্তমানে ৫-৬ লাখ টিকা আসছে, এ দিয়ে অসমাপ্ত দ্বিতীয় ডোজ শেষই হবে না।

তাহলে কীভাবে দেশের ১৮ কোটি মানুষের মধ্যে অন্তত ১৫ কোটি মানুষকে টিকা দেওয়া প্রায় অবাস্তব বিষয়। তিনি সরাসরি অর্থমন্ত্রীকে টিকা আমদানি করার জন্য জোর দাবি জানান।

বলেন, স্বাস্থ্যমন্ত্রী একের পর এক আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হচ্ছে না। সরকারকে আরো জরুরি ভিত্তিতে টিকা প্রস্তুতকারক দেশের সঙ্গে চুক্তি করে দ্রুত টিকা আমদানি করতে হবে। তা না হলে দেশে মহামারি লেগে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App