×

জাতীয়

যাত্রাবাড়ী মাছের আড়তে ৫ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০২:৫০ পিএম

যাত্রাবাড়ী মাছের আড়তে ৫ লাখ টাকা জরিমানা

র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ছবি: ভোরের কাগজ

রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। র‍্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব সোমবার (১৪ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করার অপরাধে পিবিএল কোল্ড স্টোরেজের মালিক আল মামুন হাসানকে নগদ ১ লাখ টাকা, মাছ ব্যবসায়ী মো. শাহ আলমকে নগদ ১ লাখ টাকা, মাছ ব্যবসায়ী মো. টুটুল ফরাজীকে ২ লাখ টাকা ও মাছ ব্যবসায়ী মো. ইলিয়াস বিশ্বাসকে নগদ ১ লাখ টাকা করে সর্বমোট নগদ ৫ লাখ টাকা জরিমানা করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অপরিষ্কার স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাতকরণ করে আসছিল বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App