×

সারাদেশ

দিনাজপুরে মঙ্গলবার থেকে ৭ দিনের লকডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১০:১৪ এএম

দিনাজপুরে মঙ্গলবার থেকে ৭ দিনের লকডাউন

দিনাজপুর

দিনাজপুর সদরে আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ জুলাই সকাল ৬টা থেকে ২১ জুন লকডাউন চলাকালে সদর উপজেলার কোনো মানুষ ঘর থেকে বের হতে পারবে না। মোটরসাইকেল, ইজিবাইক, কার-মাইক্রোবাসসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, ওষুধ ও অত্যাবশকীয় পণ্য ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

এ সময় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যোগ দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সমন্বয়কারী ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App