×

বিনোদন

এখনো নীরব চলচ্চিত্র সংগঠনগুলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১১:৪৪ এএম

এখনো নীরব চলচ্চিত্র সংগঠনগুলো

ঢালিউড অভিনেত্রী পরী মনি। ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেত্রী পরী মনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা নিয়ে এখনো নীরব ভূমিকায় শোবিজ অঙ্গনের তারকারা। দু থেকে একজন যাও প্রতিবাদ জানাচ্ছেন তাও সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। এর মধ্যে অভিনয়শিল্পী অরুনা বিশ্বাস ধর্ষকদের শাস্তি চেয়ে ফেসবুকে এক পোস্ট শেয়ার করেন। পরী মনির সঙ্গে ঘটা ঘটনার প্রতিবাদে চিত্রনায়িকা জাহারা মিতুও একটি পোস্ট শেয়ার করেছিলেন গতকাল দিবাগত রাতে।

কিন্তু আজ সকালে তার ফেসবুক প্রোফাইলে সে পোস্ট পাওয়া যায়নি। পরী মনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে পরীর পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি এক পোস্টে লেখেন, ‘পরীর পাশে আছি । পরী তুমি ভাঙ্গবে না প্লিজ।’

এ ঘটনায় শোবিজ অঙ্গন এখনো নীরব বলে ক্ষুব্ধ হন ভাবনা। এ নিয়ে তিনি পোস্টে লেখেন, ‘কার জন্যে প্রতিবাদ করবো আর কার জন্যে করবো না তাও আমাদের ছকে বাঁধা। কী যোগ বিয়োগের পৃথিবীরে বাবা!’

বিচার দাবি করেছেন নির্মাতা আশফাক নিপুন। এক পোস্টে তিনি দোষীদের শাস্তি দাবি করেন। এর পাশাপাশি তিনি ক্ষুব্ধতাও প্রকাশ করে, ঘটনার চারদিন হয়ে গেলেও অভিযোগ না নেয়ার কারণে। এ নিয়ে তিনি লেখেন, ‘সবচেয়ে আফসোসের ব্যাপার হলো একজন নারী চারদিন ধরে অভিযোগ দায়ের করতে পারেননি৷ যেহেতু এদেশের আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালীদের সেবা করে এবং ক্ষতিগ্রস্তকে অস্বীকার করে।’

এদিকে অভিনয়শিল্পী সমিতি থেকেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি। এমনকি এর প্রতিবাদ জানিয়ে কোনো বিবৃতিও আসেনি সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে অভিনয়শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শোবিজ অঙ্গনের তেমন কেউ এখনো প্রতিবাদ না জানালেও বিনোদন সাংবাদিক থেকে শুরু করে দেশের প্রগতিশীল লেখক ও একটিভিস্টরা সামাজিক মাধ্যমে পরী মনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তারা অভিযুক্তদের শাস্তি দাবি করে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ জাস্টিস ফর পরী মনি ট্রেন্ডিং করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App