×

জাতীয়

আনভীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা রিকুইজেশন দিলে ব্যবস্থা নেবে ডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৬:৪৮ পিএম

চিত্র নায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গুলশানে কলেজছাত্রী মুশরাত জাহান মুনিয়ার ঘটনায় হওয়া মামলার প্রায় দুমাস হলেও অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে এখনো গ্রেপ্তার না করায় প্রশ্ন উঠেছে। তবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলছে আনভীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা রিকুইজেশন দিলে তারা ব্যবস্থা নেবেন। সোমবার (১৪ জুন) উত্তরা থেকে চিত্র নায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিবি উত্তর শাখা ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ। এ সময় পরী মনির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া হলো। অথচ বসুন্ধরা এমডির আনভরের বিরুদ্ধে সেটা দেখা গেল না কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরী মনির ঘটনায় সাভার থানায় মামলা হলেও আসামি উত্তরায় থাকেন। সাভার থানা পুলিশ আমাদেরকে রিকুইজিশন দেয়ার ফলে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। বসুন্ধরা এমডির ব্যাপারে গুলশান থানা পুলিশ রিকোজিশন দিলেও আমরা একই ধরনের ব্যবস্থা নিব। প্রসঙ্গত, গুলশান দুই নম্বর এভিনিউয়ের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাটে একা থাকতেন কলেজছাত্রী মুনিয়া। চলতি বছরের মার্চ মাসে এক লাখ টাকা মাসিক ভাড়ায় তিনি ওই ফ্ল্যাটে ওঠেন। ২৬ এপ্রিল সন্ধ্যায় ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার মধ্যেই মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক আনভীরের নাম আসে। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম সোবহান তানভীর কলেজছাত্রী মুনিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন, গুলশানে ফ্ল্যাট ভাড়া করে তাকে রেখেছিলেন। কিন্তু বিয়ে না করে উল্টো হুমকি দেওয়ায় মুনিয়া আত্মহত্যা করেন। মামলায় অভিযোগ করা হয়, মুনিয়া আসামি আনভীরের শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে বলে তাকে হুমকিও দেয়া হয়েছিল। পুলিশের পক্ষ থেকে এসময় বলা হয়, মুনিয়ার ফ্ল্যাটে আনভীরের যাতায়াতের প্রমাণ তারা পেয়েছেন। মামলার পর পুলিশ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে। তাতে ঢাকার আদালত সাড়াও দেয়। তবে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App