×

জাতীয়

আগামী ৩ দিন সারাদেশে গ্যাস সংকট থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৪:০৪ পিএম

আগামী ৩ দিন সারাদেশে গ্যাস সংকট থাকবে

প্রতীকী ছবি

আগামী ৩ দিন সারাদেশে গ্যাস সংকট থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ সোমবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত সারাদেশে গ্যাসের সংকট থাকবে। বৈরী আবহাওয়ার কারণে এখন সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। এই সময় আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। সাময়িক এই সমস্যার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৈরী আবহাওয়ায় গত কয়েক দিন ধরে এলএনজিবাহী কার্গো বঙ্গোপসাগরে আটকা পড়েছে। গত রোববার থেকে এলএনজি খালাস করা সম্ভব হচ্ছে না। এর ফলে এলএনজি রি-গ্যাসিফিকেশনের মজুত কমে প্রায় অর্ধেকে নেমেছে। এ অবস্থা অব্যাহত থাকলে দেশে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিতে পারে।

রোববার পেট্রোবংলা সূত্র আরো জানায়, গত ৯ জুন থেকে কয়েকবার চেষ্টা করেও কাতার থেকে ১ লাখ ৩৮ হাজার কিউবিক মিটার এলএনজি নিয়ে আসা কার্গোর সঙ্গে এলএনজি টার্মিনালের সংযোগ করা সম্ভব হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App