×

খেলা

স্টার্লিংয়ের গোলে ইংল্যান্ডের শুভ সূচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১০:২৪ পিএম

স্টার্লিংয়ের গোলে ইংল্যান্ডের শুভ সূচনা

গোলকরার পর রহিম স্টার্লিংয়ের উল্লাস

উয়েফা ইউরো ২০২১ এর গ্রুপ ‘ডি’ এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে রবিবার (১৪ জুন) ১-০ গোলের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন রহিম স্টার্লিং। ম্যাচের ৫৭ মিনিটের সময় বল জালে জড়ান তিনি। আর এর মাধ্যমে কোন বড় প্রতিযোগিতায় প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন স্টার্লিং। সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে তার গোল হলো ১৫টি।

আগের ১৪টি গোলের একটিও ছিল না কোন বড় প্রতিযোগিতায়। ২০১৮ সালে তিনি বিশ্বকাপে খেলেন। কিন্তু বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি। স্টার্লিংয়ের আগের ১৪টি গোলের মধ্যে তিনি ১০টি করেছেন ইউরোর বাঁছাইপর্বে, একটি করেছেন বিশ্বকাপের বাঁছাইপর্বে, আর বাকি তিনটি গোল করেছেন নেশন্স লিগে।

ম্যাচটিতে ইংল্যান্ড প্রথম থেকে আক্রমণে ছিল। এমনকি বেশ কয়েকবার তারা সুযোগ সৃষ্টি করেছিল। ফিল ফোডেনের করা একটি শট গোল বারে লেগেও ফিরে আসে। কিন্তু স্টার্লিং গোল করায় ইংল্যান্ডকে আর খালি হাতে না ফিরে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে সমর্থ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App