×

জাতীয়

বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে সীমান্তবর্তী ১৯ জেলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৩:২১ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সীমান্তবর্তী ১৯টি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে বিনামূল্যে নমুনা পরীক্ষা করানো হচ্ছে। এই সুযোগটি সেখানকার জনগণের নেওয়া উচিত।

রবিবার (১৩ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি চীন থেকে করোনার টিকা আসা নিয়ে বলেন চীন থেকে করোনা প্রতিরোধী টিকা আজ রবিবার বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে দেশে এসে পৌঁছুবে।‌ তবে এটি নির্ভর করছে আবহাওয়ার উপর। আবহাওয়া জনিত কারণে সময়ের হেরফের হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App