×

স্বাস্থ্য

চীন থেকে এসেছে উপহারের ৬ লাখ টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৫:৪৯ পিএম

চীন থেকে এসেছে উপহারের ৬ লাখ টিকা

চীনের উপহার করোনা টিকা নিয়ে সেনাবাহিনীর বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছে। ছবি: ভোরের কাগজ

চীন থেকে এসেছে উপহারের ৬ লাখ টিকা

বিমানবন্দরের পাশে টিকা নেওয়ার জন্য অপেক্ষমান ট্রাক। ছবি: ভোরের কাগজ

চীনের উপহারের টিকার দ্বিতীয় চালানটি ঢাকায় পৌছেছে। রবিবার (১৩ জুন) বিকেলে সিনোফার্মের ৬ লাখ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি বিমান। এর আগে রবিবার ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি বিমানে উঠানো হয়েছে। রবিবার বিকেল নাগাদ বিমান দুইটি ঢাকায় পৌঁছাবে। [caption id="attachment_290008" align="aligncenter" width="1160"] বিমানবন্দরের পাশে টিকা বহনের জন্য অপেক্ষমান ট্রাক। ছবি: ভোরের কাগজ[/caption] গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনের টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রথম দফা উপহারের টিকার মতোই এটাও চীনের সিনোফার্মের তৈরি। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App