×

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ‘করোনা মাতা’র মন্দির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১২:৪০ এএম

উত্তরপ্রদেশে ‘করোনা মাতা’র মন্দির

ছবি: আনন্দবাজার।

করোনা মহামারি থেকে মুক্তি পেতে ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। রাজ্যটির প্রতাপগড় জেলার শুক্লাপুর গ্রামের বাসিন্দারা একটি নিমগাছের নিচে ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন। বাসিন্দাদের আশা, দেবীর আশীর্বাদ মহামারি মোকাবেলায় সহায়তা করবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে। ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠার পর সামাজিত যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একাধিক ভিডিও এবং ছবি। তাতে মন্দিরে ‘করোনার মাতা’র প্রতিমা রয়েছে। প্রতিমার মুখে সবুজ মাস্ক পরানো হয়েছে। গ্রামবাসীরা মন্দির তৈরির জন্য নিজেরাই অর্থ দিয়েছেন।

এক গ্রামবাসী বলেন, ‘আমরা সবাই এই বিশ্বাস নিয়ে মন্দির স্থাপন করেছি যে দেবদেবীর কাছে প্রার্থনা করলে অবশ্যই কভিডে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ওঠবেন।’

আনন্দবাজার বলছে, এই মন্দিরের কারণে ওই এলাকায় কভিডবিধি শিকেয় তুলে দেওয়া হয়েছে। কারণ লোকজন মন্দিরে প্রার্থনা করতে ও পুরোহিতের কাছ থেকে প্রসাদ নিতে ভিড় করে চলেছে। এর আগে তামিলনাড়ু ও কর্নাটকেও ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App