×

জাতীয়

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০১:১১ পিএম

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ফাইল ছবি

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার  করা হয়েছে। এর মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার লিবিয়ার কোস্ট গার্ডের দুটি জাহাজ পৃথক অভিযান চালিয়ে সাগরের ভাসমান রাবারের নৌকা থেকে এই অভিবাসপ্রত্যাশীদের উদ্ধার করে। তাদের সবাই আফ্রিকা ও এশিয়ার নাগরিক।

অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ অভিবাসন প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়েছে লিবিয়ান নৌবাহিনীর মুখপাত্র।

দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী মো. আসাদুজ্জামান কবির।

গত সোমবার লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খালিদ মাজন জানান, চলতি বছরের মে মাস পর্যন্ত লিবিয়ার কোস্ট গার্ড নয় হাজার ২১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় উদ্ধার করে। গত বছরের একই সময়ে উদ্ধার হয়েছিল সাত হাজার ১০০ জন। লিবিয়ায় এখন বিভিন্ন দেশের প্রায় সাত লাখ অভিবাসনপ্রত্যাশী রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী হাইকমিশন ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ১১ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেশি।

সাগর পাড়ি দিতে গিয়ে গত জানুয়ারি থেকে গত ২১ মে পর্যন্ত ৭০০’র বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। গত বছর মারা গিয়েছিলেন এক হাজার ৪০০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App