×

জাতীয়

আসন্ন উপ-নির্বাচনে অংশ নেবে না সিপিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১০:১৪ পিএম

আসন্ন সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রবিবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনে সিপিবি নেতারা এ ঘোষণা দেন। এ দিন মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বক্তব্য দেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। এতে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, কাজী রুহুল আমিন ও কেন্দ্রীয় কমিটির সংগঠক আবিদ হোসেন। লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই উপ-নির্বাচনেও মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না। আগের নির্বাচনের মতোই এই নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না। তাই এসব আসনে সিপিবির যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও, সিপিবি এসব উপ-নির্বাচনে অংশ নেবে না। তিনি আরও বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেজন্য সিপিবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সিপিবি তীব্র গণসংগ্রাম গড়ে তুলবে।রাজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App