×

সারাদেশ

রামেকে করোনায় প্রাণ গেল আরও ৪ জনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ১১:৫১ এএম

রামেকে করোনায় প্রাণ গেল আরও ৪ জনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন জন মারা গেছেন।

শুক্রবার (১১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন এ চার জন। অথচ আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জনের। আর তারও আগের দিন করোনায় প্রাণ হারান ১২ জন।

হাসপাতাল সূত্র জানায়, মৃত এ চারজনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন এক জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি তিনজন। করোনায় মৃত ওই একজনের বাসা চাঁপাইনবাবগঞ্জে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনই রাজশাহীর বাসিন্দা। হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছেন ২৮৯ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪১। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন এবং ছাড় পেয়েছেন ৩৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, বর্তমানে ২৭১টি বেডে করোনা রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সংখ্যা আরও বৃদ্ধির প্রক্রিয়া চলমান। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা অনেকটাই কম। পর্যাপ্ত সেবা দিতে শতভাগ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তৎপর রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App