×

খেলা

বিপদমুক্ত এরিকসন, হাঁফ ছেড়ে বাঁচল ফুটবল বিশ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ১১:৫২ পিএম

বিপদমুক্ত এরিকসন, হাঁফ ছেড়ে বাঁচল ফুটবল বিশ্ব

মাটিতে পড়ে জ্ঞান হারান এরিকসেন। তাঁর চিকিৎসা চলছে। ছবি: রয়টার্স

বিপদমুক্ত এরিকসন, হাঁফ ছেড়ে বাঁচল ফুটবল বিশ্ব

দুই পাশে কাপড় দিয়ে ঘিরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এরিকসেনকে। ছবি: সংগৃহীত

বিপদমুক্ত এরিকসন, হাঁফ ছেড়ে বাঁচল ফুটবল বিশ্ব

ইউরোর দ্বিতীয় দিন ডেনমার্কের সঙ্গে ফিনল্যান্ডের ম্যাচের প্রথমার্ধের শেষদিকে হঠাৎ মাঠে মুখ থুবড়ে পড়ে যান ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসন। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান।  এ পরিস্থিতিতে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা টুইট করে জানিয়েছে, ম্যাচ পরিত্যক্তের কথা বলা হলেও সর্বশেষ উয়েফা জানায়, রাতেই মাঠে গড়াবে স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) আবার শুরু হয় ম্যাচটি।

সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের শঙ্কামুক্ত হওয়ার খবর পেয়ে আজ (শনিবার) রাতেই ম্যাচ খেলতে রাজি হয়েছেন ডেনমার্কের ফুটবলাররা। এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন। কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে চিকিতসাধীন রয়েছেন এরিকসেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন। সতর্কতাস্বরুপ প্রয়োজনীয় সব পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে তার। এর আগে, কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে এ ঘটনা ঘটে। হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান এরিকসেন। ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। পরে হাত ইশারায় তারা মেডিকেল স্টাফদের ডাক দেন। মাঠেই শুরু হয় চিকিৎসা। ধারণা করা হচ্ছে, হার্টের সমস্যায় ভুগছেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। এরিকসেনের কী হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। দুই পাশে কাপড় দিয়ে ঘিরে মাঝে স্ট্রেচারে করে এরিকসেনকে বাইরে নিয়ে যেতেও দেখা গেছে। এর একটু পরই উয়েফার টুইটার পেজে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি তখন ছিল গোলশূন্য সমতায়। পরে আবার ইউরোপিয়ান ফুটবল সংস্থাটি জানায়, হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসেনকে। তার অবস্থা এখন স্থিতিশীল। [caption id="attachment_289906" align="aligncenter" width="713"] দুই পাশে কাপড় দিয়ে ঘিরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এরিকসেনকে। ছবি: সংগৃহীত[/caption] https://www.youtube.com/watch?v=pAjASPuEcwI

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App