×

জাতীয়

কল্পনা চাকমা অপহরণের ২৫ বছর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৮:৪২ পিএম

কল্পনা চাকমা অপহরণের ২৫ বছর!

কল্পণা চাকমা। ছবি: সংগৃহীত

কল্পণা চাকমা ২৫ বছর আগে অপহৃত হলেও তার কোন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অপহরণকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু। শনিবার (১২ জুন) এক যুক্ত বিবৃতিতে তারা কল্পনা চাকমা অপহরণের বিচার দাবি করেন।

উল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশনের তৎকলীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। এই ২৫ বছরে অপহরণের তদন্ত কাজই শেষ হয়নি। গ্রেপ্তার হয়নি অপরাধী। বরং কল্পনা চাকমার অপহরণকারী লেফট্যান্ট ফেরদৌস ও তার সহযোগীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, আজ কল্পনা চাকমা অপহরণের ২৫ বছর। ২৫ বছরে কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ। আর অন্যদিকে যারা বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন করছেন কল্পনা চাকমা তাদের কাছে সংগ্রামের প্রতীক।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে কল্পণা চাকমার অপহরণ রহস্য উদ্ঘাটন করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App