×

জাতীয়

স্বাস্থ্য ঝুঁকিতেই আছেন খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০২:২৯ পিএম

করোনা থেকে মুক্ত হলেও পুরনো রোগের জটিলতায় স্বাস্থ্য ঝুঁকিতেই আছেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শুক্রবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

তিনি বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, উনার মিনিমাম যে প্যারামিটারগুলো আছে পোস্ট কোবিডের থেকে উনি মোটামুটি বেটার। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক। একটা হচ্ছে তার হার্টের প্রবলেম। তার কিডনির প্রবলেম একুয়েট আছে। এই দুই সমস্যা নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন আছেন। তারা মনে করছেন, বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, এডভান্স সেন্টারগুলো আছে, সেগুলো যথেষ্ট নয় খালেদা জিয়ার টিট্রমেন্টের জন্য।’

ফখরুল বলেন, ‘বিশেষজ্ঞরা বার বার বলছেন, খালেদা জিয়ার এডভান্স টিট্রমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে এডভান্স সেন্টারে যাওয়া জরুরি। আমরা সেটা বার বার বলছি।’

খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে জামিনের জন্য আদালতে যাবেন কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আগেও বলেছি, এরকম প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App