×

সারাদেশ

সুনামগঞ্জে ইউএনও’র ওপর হামলা, পাঁচ পুলিশ আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৮:৫৪ এএম

সুনামগঞ্জে ইউএনও’র ওপর হামলা, পাঁচ পুলিশ আহত

আশ্রয়ণ প্রকল্পের কাজ তদারকির সময় সুনামগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ারের ওপর হামলা চালিয়েছে একদল এলাকাবাসী। হামলায় এক এসআইসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ১৫জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, হরিনাপাটি এলাকায় সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রয়ণ প্রকল্পের (২য় পর্যায়) কাজ চলছিল। খাস জমিটি দীর্ঘদিন এলাকাবাসীর দখলে থাকায় পুলিশ ও আনসার সদস্যসহ সেটি উদ্ধারে যান ইউএনও।

এসময় এলাকাবাসী ইউএনও ও পুলিশের উপর হামলা চালায়। হামলায় সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জাহাঙ্গীরসহ পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

খবর পেয়ে জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি এবং কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App