×

জাতীয়

চীন থেকে ৬ লাখ টিকা আসছে রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০১:২৯ পিএম

চীন থেকে ৬ লাখ টিকা আসছে রবিবার

রবিবার উপহারের টিকা বুঝে পাবে বাংলাদেশ।

চীন থেকে আরও ছয় লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে বেইজিং এয়ারপোর্ট থেকে টিকা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি বিমান। চীনের দ্বিতীয় দফা উপহারের টিকা আগামী রবিবার (১৩ জুন) বাংলাদেশ বুঝে পাবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানান।

প্রথম দফা উপহারের টিকার মতোই এটাও চীনের সিনোফার্মের তৈরি। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম টিকা ক্রয়সংক্রান্ত চুক্তি প্রায় চূড়ান্ত। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App