×

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁকে চড় মারায় চার মাসের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ১০:৪২ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁকে চড় মারায় চার মাসের কারাদণ্ড

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁকে চড় মারায় চার মাসের কারাদণ্ড

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে চড় মারায় আটক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার অভিযুক্ত দামিয়েন তেরেলের বিরুদ্ধে আদালত ১৮ মাসের সাজা ঘোষণা করেন। পরে তার ১৪ মাসের সাজা স্থগিত করা হয়। ফলে তাকে চার মাস কারাগারে থাকতে হবে।

গত মঙ্গলবার মাখোঁ ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোম এলাকা পরিদর্শনে যান। মূলত তিনি কোভিড-১৯-এর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা ফ্রান্সের একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে যান। ওই সময় দর্শন প্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা ২৮ বছর বয়সী যুবক দামিয়েন মাখোঁর গালে সপাটে চড় মারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কোমরসমান উচ্চতার ব্যারিকেডের এক পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা শুভানুধ্যায়ীদের দিকে এগিয়ে যান মাখোঁ। সবুজ রঙের টি-শার্ট, সানগ্লাস ও মাস্ক পরা একজনের দিকে হাত বাড়িয়ে দেন তিনি। এ সময় লোকটিকে বলতে শোনা যায়, ‘মাখোঁনিয়ার পতন হোক’। এরপরই ডান হাত দিয়ে মুখোমুখি দাঁড়ানো মাখোঁর মুখে সজোরে চড় মারেন তিনি। ভিডিওতে সবুজ টি-শার্ট পরা ওই ব্যক্তিই দামিয়েন।

তাৎক্ষণিকভাবে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিতদের দুজন এগিয়ে গিয়ে দামিয়েনকে মাটিতে ফেলে দেন। আরেকজন মাখোঁকে সরিয়ে নেন। কিছুক্ষণের মধ্যেই মাখোঁকে আবার সেখানে এসে ব্যারিকেডের অপর পাশের কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই ঘটনায় দামিয়েনসহ মোট দুজনকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App