×

চিত্র বিচিত্র

সাপ গিলে খাচ্ছে ব্যাঙ, ভিডিও ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২১, ১০:০৫ এএম

সাপ গিলে খাচ্ছে ব্যাঙ, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ছোটোবেলায় জীববিজ্ঞানের খাদ্য-খাদকের সম্পর্কের কথা পড়েছিলাম আমরা। আচ্ছা, যদি প্রশ্ন করি, একটা সাপ আর ব্যাঙ একই জলাশয়ে আছে, কে কাকে খাবে। নিশ্চয় ভাবছেন এ আর এমন কী প্রশ্ন! সাপই ব্যাঙ ধরে খাবে। খবর হিন্দুস্তার টাইমসের।

তবে তার উল্টোটাও হতে পারে এমনটাও হওয়া অস্বাভাবিক নয়।

অসম্ভব যে নয়, তার প্রমাণ পাবেন একটি ভিডিওতে। সেখানে সবুজ রঙের একটি ব্যাঙকে দেখা যাচ্ছে একটি গোটা সাপ খেতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখুন সেই আজব ঘটনা।

ন্যাশানাল জিওগ্রাফিকের বর্ণনা অনুযায়ী এটি সম্ভবত অস্ট্রেলিয়ান গ্রিন ট্রি ফ্রগ। সাধারণত পোকামাকড়ই এদের মূল খাদ্য হলেও, মাঝে মাঝে ছোট সাপও শিকার করে এই ধরনের ব্যাঙ।

তাই এবার থেকে সাপে ব্যাঙ খায়, উল্টোটা হয় না, এই ধারণা আর রইল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App