×

অর্থনীতি

সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি বারভিডার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২১, ০১:০৮ পিএম

সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি বারভিডার
সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি বারভিডার

গণপরিবহন হিসেবে বহুল ব্যবহৃত ৮৭.০২ এইচ এস কোডের আওতাধীন ১০ থেকে ১৫ আসনবিশিষ্ট মাইক্রোবাসের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন্ভ ভেহিকল ইমপোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন ‌(বারভিডা)। বর্তমানে এ পণ্যে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ রয়েছে।

বুধবার (৯ জুন) বিজয়নগরে বারভিডার সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট' বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. মোখলেসুর রহমান প্রমুখ।

সভাপতি বলেন, আমাদের মোটাদাগে ২টি দাবি রয়েছে। প্রথমত, ১০-১৫ আসনবিশিষ্ট মাইক্রোবাসের আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ রয়েছে। আমরা এ শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করছি। দ্বিতীয়ত, দেশের গাড়ির বাজার সম্প্রসারণের লক্ষ্যে মধ্যবিত্ত শ্রেণীর কাছে জনপ্রিয় শূন্য থেকে ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ির পরিবর্তে ২০০০ সিসি পর্যন্ত গাড়ি ২০ শতাংশ সম্পূরক শুল্কের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App