×

জাতীয়

সমূদ্র দিবসে আলাদা মন্ত্রণালয়ের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২১, ১০:৩৭ পিএম

সমূদ্র দিবসে আলাদা মন্ত্রণালয়ের দাবি

বিশ্ব সমুদ্র দিবস ৮ জুন। প্রতীকী ছবি

‘জীবন ও জীবিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সমূদ্র দিবস। সমূদ্র যে মানুষের জীবনের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা খুব কম মানুষই জানেন। বাংলাদেশ সমূদ্রতীরবর্তী একটি দেশ। বিশাল সমূদ্রসীমা রয়েছে বাংলাদেশের। রয়েছে সুনীল অর্থনীতির বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগানো, জীবন ও জীবিকার লক্ষ্যে জীববৈচিত্র সংরণের গুরুত্ব অপরিসীম। যে কারণে বাংলাদেশে আলাদা একটি সমূদ্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রয়োজনীয় রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্ব সমূদ্র দিবস উপলক্ষ্যে সমূদ্র পরিবেশ বিষয়ক সংগঠন সেভ আওয়ার সি মঙ্গলবার (৮ জুন) আয়োজন করে এক ওয়েবিনারের। সেখানেই আলাদা মন্ত্রণালয় গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বাংলাদেশের সমূদ্রবিজ্ঞানী এবং গবেষকরা। তারা বলছেন আলাদা মন্ত্রণালয় করে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলো সাগর অর্থনীতি থেকে বিলিয়ন ডলারের হাতছানি অপো করছে বাংলাদেশের জন্য। একই সঙ্গে সমূদ্র দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা। গবেষকরা দাবি তুলে ধরেন, দূষণের সঙ্গে যারা জড়িত হবে, তাদের কাছ থেকেই যদি ক্ষতিপূরণ আদায় করা যায়, তাহলে অটোমেটিক এই দূষণ কমে যাবে। সেভ আওয়ার সি’র মহাসচিব আনোয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাভেদ আহমেদ, ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) এর কান্ট্রি রিপ্রেজেন্টাটিভ ড. জাহাঙ্গীর আলম, ব্লু ইকনোমি বিশেষজ্ঞ ড. দিলরুবা চৌধুরী, বাংলাদেশ ওশেনোগ্রাফি রিচার্স ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টেফিক অফিসার মোহাম্মদ জাকারিয়া, সমূদ্র বিশেষজ্ঞ এবং সেভ আওয়ার সির ডিরেক্টর এসএম আতিকুর রহমান, পেপার কাপ তৈরি কারী প্রতিষ্ঠান কেপিসি ইন্ডাস্ট্রি স্বত্তাধিকারী সাজেদুর রহমান এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মাহমুদ সোহেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App