×

শিক্ষা

ডেন্টালে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২১, ১০:১৮ এএম

ডেন্টালে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

ফাইল ছবি

করোনা পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব সোমবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত সময় অনুসারে ১১ জুন হচ্ছে না ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারীর বর্তমান প্রেক্ষাপটে বিডিএস ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী ভর্তি পরীক্ষার দিনক্ষণ মোবাইলে এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আসন্ন এবারের ভর্তি পরীক্ষায় সরকারি ডেন্টাল কলেজে প্রতি আসনে ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৪৫টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App