×

জাতীয়

খাদ্যপণ্যের কারণে কমেছে সার্বিক মূল্যস্ফীতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৭:৩৪ পিএম

খাদ্যপণ্যের কারণে কমেছে সার্বিক মূল্যস্ফীতি

এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার পরিমাণ বেশি হওয়ায় আগের মাসের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

মঙ্গলবার (৮ জুন)  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জানা গেছে, মে মাসে খাদ্যে পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। সব মিলিয়ে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে কমে হয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, খাদ্য পণ্যের দাম কমে বলে এর প্রভাব সার্বিক মূল্যস্ফীতিতে পড়েছে। এটা ভালো খবর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিফিংয়ে উপস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চাল, সবজি, মাছ ও বিভিন্ন মসলার দাম কমে যাওয়ায় এপ্রিল মাসের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App