×

সারাদেশ

রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক গ্রামে চারজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৮:১৯ পিএম

রাজশাহীর চারঘাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও দুজন।

সোমবার (৭ মে) বিকেলে চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই নারী হচ্ছেন চক কাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল আলীর স্ত্রী আলিয়া বেগম (৬০)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে মারা গেছে মাহফুজ আলীর ছেলে সোহান (১০) ও মো. জনির ছেলে পরশ আলী। তাদের সবার বাড়ি একই গ্রামে। আহত দুজন হচ্ছে উকিলের ছেলে ভুট্টু (১৮) ও আজম আলীর ছেলে জীবন (৮)।

চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহমেদ জানান, সোমবার বিকেল চারটার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে চক কাপাশিয়া গ্রামের ওই নারী ও শিশুরা বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বৃষ্টি থামার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App