×

জাতীয়

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২১, ১০:৩৭ পিএম

দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় এক নারীসহ তিন, রাজশাহীতে চার জন এবং দিনাজপুরে প্রাণ গেছে দুই শিশুর। মেহেরপুরেও মারা যান একজন। সোমবার (৭ জুন) এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ দিন বজ্রপাতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সাতক্ষীরা সদর ও তালা উপজেলায় এক নারীসহ তিনজন মারা যান।

দিনাজপুরের হিলিতে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহাসিনা (১২) ও মোফাসিরা (১১) নামে আপন দুই বোন মারা গেছে। সোমবার (৭ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে আম কুঁড়াতে গেলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এদিকে, রাজশাহীর চারঘাট উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। দুপুর পৌনে ৪টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কাটাখালী থানার চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম ও কাবিল হোসেনের স্ত্রী বৃদ্ধা আলেয়া খাতুন বাবলী, শিশু পরশ এবং সোহান। এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়াও মেহেরপুরেও মারা যান একজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App