×

সারাদেশ

সিংগাইরে চোরের রডের আঘাতে গৃহকর্তা খুন, আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২১, ১০:৫৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে চোরের রডের আঘাতে মো. তারা মিয়া (৪০) নামের এক গৃহকর্তা খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের মৃত নোমাজ আলীর পুত্র।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার দিন রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের মৃত. নোমাজ আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে চোর ঢুকে। এ সময় গৃহকর্তা সজাগ থাকায় টের পেয়ে ধাওয়া করেন। সঙ্গবদ্ধ ২ জন চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের চোর চোর বলে পিছু নেন মালেকের ছোট ভাই তারা মিয়া। এক পর্যায় সিংগাইর উপজেলা বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় পৌঁছলে চোরদের হাতে থাকা লোহার রড দিয়ে তারা মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওই রাতেই সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুনের সঙ্গে ২ জন ও চুরির সঙ্গে জড়িত ১ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, পূর্ব অরঙ্গবাদ গ্রামের মোকসেদ আলীর পুত্র জাহিদুল ইসলাম (২৫), একই গ্রামের রাইজুদ্দিনের পুত্র শরিফ হোসেন (২৫) ও আক্কাছের পুত্র আমজাদ (৩০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে। সোমবার (৬জুন) সকালে সিংগাইর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অনুযায়ী জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App