×

সারাদেশ

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে মৃত্যু ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৯:১২ এএম

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) হাসপাতাল সূত্র এ তথ্য জানায়। এর আগে শনিবার মৃত্যু হয়েছে আরও ৮ জনের।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন এ ৮ জন। এর আগে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করে ভোরের কাগজকে বলেন, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা কমলেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, মৃতের সংখ্যা কমলেও শঙ্কামুক্ত হওয়া যাচ্ছেনা। কেননা রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যাপ্ত সেবা দিতে তৎপর রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। আইসিইউ বেড সংখ্যা বাড়িয়ে চিকিৎসার পরিধি আরো বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই রাজশাহী মেডিকেল কলেজে কোরোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে। গতকাল ৪ জুন ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু রেকর্ড করেছে রাজশাহী হাসপাতাল। এক দিনের মৃত্যুর ঘটনায় এটি ছিল সর্বোচ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App