×

জাতীয়

সারাদেশে টিসিবির পণ্যবিক্রি শুরু, চলবে ১১ দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২১, ০১:১৬ পিএম

সারাদেশে টিসিবির পণ্যবিক্রি শুরু, চলবে ১১ দিন

ফাইল ছবি

ভর্তুকিমূল্যে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সারাদেশে বিক্রি শুরু হয়েছে। এবার সংস্থাটির বিক্রির মিশন চলবে ১১ দিন ধরে। আজ রবিবার (৬ জুন) থেকে আগামী ১৭ জুন পর্যন্ত চলবে এ বিক্রি।

এর আগে রমজান মাসজুড়ে টিসিবির কার্যক্রম অব্যাহত ছিল। জানা গেছে, সারাদেশে ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টিসিবির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও ঢাকা আঞ্চলিক কার্যালয় প্রধান মো. হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, করোনাকালে সাধারণ মানুষের হাতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভর্তুকি মূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

হুমায়ূন কবির জানান, ট্রাক প্রতি দৈনিক বরাদ্দের পরিমাণ হবে সয়াবিন তেল সর্বনিম্ন ৮০০ থেকে সর্বোচ্চ ১২০০ লিটার, মশুর ডাল সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ৬০০ কেজি এবং চিনি সর্বনিম্ন ৬০০ থেকে সর্বোচ্চ ৮০০ কেজি।

টিসিবি নিয়োজিত এসব ভ্রাম্যমাণ ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকায় ভোক্তারা ২-৪ কেজি পরিমাণে, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকায় ২ থেকে ৫ লিটার পরিমাণে এবং মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকায় সর্বোচ্চ ২ কেজি পর্যন্ত কিনতে পারবেন।

সর্বোচ্চ পরিমাণ পণ্য বিক্রি হবে ঢাকা সিটিতে ৮০টি স্থানে এবং চট্টগ্রামে ২০টি স্থানে। ঢাকায় পণ্য বিক্রির স্থান সমূহ, প্রেসক্লাবের সামনে সচিবালয় ৩ নং গেইট, সেগুন বাগিচা বাজার, ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ব্যাংক/বকচত্ত্বর, ফকিরাপুল বাজার/টিএন্ডটি কলোনি বাজার, শাহজাহানপুর বাজার, খিলগাঁও রেলগেট, মগবাজার আগোরার সামনে/মগবাজার টিএন্ডটি, ভিকারুন্নেছা ১০নং গেইট, মৌচাক দেশ টিভির সামনে, শান্তিনগর বাজার/মালিবাগ হোসাফ টাওয়ার, জুড়াইন সিটি কর্পোরেশন মার্কেট/জুরাইন আলম মার্কেট শপিং মল, রায়েরবাগ কাজী বাজার/পুনম সিনেমা হল রায়েরবাগ,কদমতলী পুলিশ স্টেশন/কদমতলী চৌরাস্তার মোড়, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঢাল/দনিয়া বর্নমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, যাত্রাবাড়ী চৌরাস্তা/ শনিরআখড়া বাস স্ট্যান্ড, দয়াগঞ্জ ষ্টাফ কোয়ার্টার।

মানিকনগর জামে মসজিদ, নাজিরা বাজার মাতৃ সদন/বংশাল বড় জামে মসজিদ গেন্ডারিয়া থানা, সূত্রাপুর থানা, ভিক্টোরিয়া পার্ক/ ঢাকা ডিসি অফিস, মান্ডা সাবপোষ্ট অফিস/বাসাবো বালিকা উচ্চবিদ্যালয়/মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (আইডিয়াল স্কুল মুগদা শাখা/বাসাবো বালির মাঠ, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল/বাসাবো বাজার।

পলাশী বাজার/পলাশী সরকারি খেলার মাঠ, আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ/ আজিমপুর ছাপড়া মসজিদ/ ভিকারুননিসা আজিমপুর শাখা, নিউমার্কেট, বিডিয়ার গেইট, মান্ডা বটতলা জামে মসজিদ। গোপীবাগ খোকন কমিউনিটি সেন্টার গোড়ান বাজার/সিপাহীবাগ বাজার, আরমানিটোলা স্কুল মাঠ/ আরমানিটোলা তারা মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড/ মোহাম্মদপুর টাউনহল, জিগাতলা/ আবাহনী মাঠ, মোহাম্মদপুর সিয়া মসজিদ ঢাল/ মোহাম্মদপুর কবর স্থান মাঠ, বছিলা ব্র্যাক অফিস/ মোহাম্মদপুর বেড়িবাঁধ বাস স্ট্যান্ড, আটিবাজার সিএনজি স্ট্যান্ড/ আটিবাজার হৃদরোগ/শ্যামলী ফুট ওভার ব্রিজ, গাবতলী বাসস্ট্যান্ড/মার্কেট (বছিলা ব্রিজ পার হয়ে), মনসুরাবাদ জামে মসজিদ গভর্মেন্ট কলেজ, কল্যাণপুর বাস স্ট্যান্ড/ ৬০ফিট রেডিও (আগারগাঁও), মিরপুর-১০ বি / আপার কাঁচা বাজার কলেজগেইট, আমিন বাজার টেম্পু স্ট্যান্ড, ঢাকা উদ্যান জামে মসজিদ। মিরপুর মাজার/ কোনাবাড়ী বাসস্ট্যান্ড মিরপুর, মিরপুর স্টেশন অফিস, - ভাষানটেক বাজার/ ইসিবি চত্তর, কালশী মোড় বাস স্টপ/ মিল্কভিটা ঢাল, মিরপুর-৭, মিরপুর-১২ বাস স্ট্যান্ড/ ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর, মিরপুর বাংলা টোলারবাগ পানির পাম্প, মিরপুর হযরত শাহ আলী মডেল উচ্চ বিদ্যালয়, মিরপুর লালকুঠি বড় জামে মসজিদ, মিরপুর কাজীপাড়া কাঁচা বাজার/ আগারগাঁও পিএসসি অফিসের পিছনে কলোনি, ফার্মগেইট খামারবাড়ী/আনন্দ সিনেমা হল, কাওরান বাজার টিসিবি অফিস/কলমীলতা বাজার, নাখালপাড়া রেল গেইট/ শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ (প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিছনে), মহাখালী ৭তলা ৰস্তি, বেগুনবাড়ী সাতরাস্তা বুটেক্সের সামনে, ২৩০ তেজগাঁও গুদামের সামনে, ৩৪৪ তেজগাঁও গুদামের সামনে, রামপুরা মহানগর প্রোজেক্টপানির পাম্প/ রামপুরা বাজার, মালিবাগ রেল গেইট সুপার মার্কেট, হাজীপাড়া পেট্রোল পাম্প, খিলগাঁও তালতলা বাজার, বনশ্রী বাজার, দক্ষিনবনশ্রী, মেরাদিয়া বাজার মোড়/ আফতাবনগর আনসার ক্যাম্প, ডেমড়া স্টাফ কোয়ার্টার বাস স্টপ, সারুলিয়া বাজার, মেরুল বাড্ডা / মধ্যবাড্ডা, উত্তরবাড্ডা/ খিলবাড়ীর টেক ইসলামিয়া স্কুল, শাহজাদপুর সাতারকুল ঝাজার/ বেরাইদ বাজার, কুড়িল বিশ্বরোড। যমুনা ফিউচার পার্ক, আশকোনাবাজার, আশকোনা মেডিক্যাল কলেজ, নদী বাস স্ট্যান্ড সোলমাইদ উচ্চ বিদ্যালয় ভাটারা, খিলক্ষেত বটতলা মসজিদ খিলক্ষেত রেলগেইট, আজমপুর বাজার উত্তরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে, উত্তরা ১২নং সেন্ট্রাল মসজিদ, তুরাগ থানার সামনে/শউড় কবরস্থান, বাংলাদেশ মেডিক্যাল কলেজ উত্তরা/ টিসিবি স্টাফ কোয়ার্টার, কামারপাড়া/ আব্দুল্লাহপুর মাছ বাজার, বাইপাইল বাস স্ট্যান্ড/ফ্যান্টাসী কিংডাম, ইপিজেড/ আশুলিয়া বাজার, টংগী স্টেশন রোড/ টংগী কাচাঁবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App