×

সারাদেশ

ভোলায় সেপটিক ট্যাংকের গ্যাসক্রিয়ায় দুজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০২:৪০ পিএম

ভোলায় সেপটিক ট্যাংকের গ্যাসক্রিয়ায় দুজনের মৃত্যু

আহত দুজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছবি: ভোরের কাগজ

ভোলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বাড়ির মালিক সহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। আজ শনিবার (৫ জুন) সকাল নয়টার সময় সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পন্ডিতের হাট সংলগ্ন ইলিশা মডেল কলেজের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৪নং ওয়ার্ডের তাজু বেপারীর ছেলে আব্দুল মালেক (৫৫) ও কালু মিয়ার ছেলে মো. জসিম (৪০)। আহত দুজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে নিজের বাড়ির নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে আব্দুল মালেক ও দিন মজুর জসিম। এসময় বিষাক্ত গ্যাসক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন স্থানীয় শাহাবুদ্দিন ও কবির। তারাও অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে সেখানে দুজনের মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমানুল্লাহ জানান, সেপটিক ট্যাংকের গ্যাসক্রিয়ায় আক্রান্ত ৪ জনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে আব্দুল মালেক ও জসিম মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App