×

অর্থনীতি

বাজেটে জীবন-জীবিকার বাস্তব প্রতিফলন ঘটেনি: সানেম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ১০:০৯ পিএম

বাজেটে জীবন-জীবিকার বাস্তব প্রতিফলন ঘটেনি: সানেম

ফাইল ছবি

২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবন ও জীবিকার বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। বেসরকারি এ গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতেও বরাদ্দ অনেক কম। শনিবার (৫ জুন) বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সানেম।

ভার্চুয়াল আলোচনায় সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, প্রস্তাবিত বাজেটের শিরোনামে জীবন ও জীবিকার কথা বলা থাকলেও বাস্তবতার সঙ্গে এর সংযোগ নেই। বর্তমান জীবন ও জীবিকার বাস্তবতার সঠিক কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা যদি সমস্যাকে সঠিকভাবে তুলে আনতে না পারি, তবে এর সমাধান করব কিভাবে। সমস্যা যদি সঠিকভাবে না পাই, এর সমাধান সঠিক হবে না।

গত বৃহস্পতিবার সংসদে ঘোষিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাবে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। প্রস্তাবিত এই বাজেটে করোনা ভাইরাসের অবস্থার যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি সঠিক নয় এবং তা অপরিপূর্ণ বলে জানান সানেমের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, বাজেটে দারিদ্র নিয়ে, কর্মসংস্থান নিয়ে, শ্রমবাজার নিয়ে, এসএমই নিয়ে এবং অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে যে আলোচনা করা হয়েছে সেটা অপরিপূর্ণ আলোচনা। আর এই ধরনের অপরিপূর্ণ আলোচনার বিপদ যেটা হচ্ছে, নীতি নির্ধারণের মধ্যে এক ধরনের শৈথিল্য কাজ করে। নীতি নির্ধারকরা যদি কমফোর্ট জোনে থাকেন এ রকম একটা সংকটের সময় তাহলে কিন্তু যথার্থ নীতি প্রণয়ন করা এবং সে নীতি বাস্তবায়ন করার যে একটা তাগিদ কাজ করা উচিৎ, সেটা তারা কিন্তু অনুভব করবেন না।

সেলিম রায়হান আরও বলেন, আর যেহেতু সব বিষয়ের সঠিক চিত্র বাজেটে ছিল না, তাই করোনা ভাইরাস পরিস্থিতি থেকে মুক্তির সমাধান আমরা এই বাজেটে পাইনি। যদিও সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না। আর বাজেটে সমাধানের যে চেষ্টাগুলো করা হয়েছে, সেগুলো হয়েছে এডহক বিসিসে। সমস্যা সমাধানের সামগ্রিক কোনো পরিকল্পনা আমরা দেখিনি।

বাংলাদেশে যে বাজেট ঘোষণা করা হয় শেষ পর্যন্ত সেটির ৭৫ শতাংশের মত বাস্তবায়ন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়ন কিভাবে বাড়ানো যায়, তার কোনো পরিকল্পনা আমরা দেখিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App