×

জাতীয়

দশ ডলারেই পাওয়া যাবে চীনের টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৭:২৬ পিএম

টিকা নিয়ে সিনোফার্মের সঙ্গে শেষ হয়েছে টানাপড়েন। এ জন্য চীনের কাছে এক রকম ক্ষমা চাইতে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেড় কোটি ডোজের প্রতিটি কিনতে হবে ১০ ডলার করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর চীনের সিনোফার্মের টিকা পেতে চায় বিশ্বের অনেক দেশ। অ্যাস্ট্রাজেনেকার টিকা সহজে মিলছে না- এ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশও সিনোফার্মের টিকা কেনার প্রস্তাব অনুমোদন করে গত ২৭ মে। কিন্তু সেদিন টিকার দাম জানিয়ে কূটনৈতিক টানাপড়েনের সৃষ্টি হয় ঢাকা-বেইজিং এর মধ্যে।

বাংলাদেশের চীন দূতাবাসের উপ-রাষ্ট্রদূতও এ বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান। গণমাধ্যমে প্রকাশিত খবরে কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি লিখেন, উৎপাদক প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি বাণিজ্যিক বোঝাপোড়া হয়েছে। চীন সরকারের সঙ্গে কোন চুক্তি হয়নি।

শনিবার (৫ জুন) পরররাষ্ট্রমন্ত্রী জানান, সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। টিকার দাম প্রকাশ করার জন্য এক রকম ক্ষমা চেয়ে মন গলাতে হয়েছে চীনের।

সিনোফার্মের দেড় কোটি ডোজ পাওয়ার কথা আছে বাংলাদেশের। উপহারের হিসেবে আরও ৬ লাখ টিকা পাওয়া যাবে আগামী ১৩ জুনের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App