×

চিত্র বিচিত্র

টাকা-পয়সা চোখেই দেখেনি, বসবাস ভারতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০১:০৮ পিএম

টাকা-পয়সা চোখেই দেখেনি, বসবাস ভারতে

শহরটির নাম অরোভিল। ছবি সংগৃহীত

ভেবে অবাক হবেন যে এমন জায়গাও ভারতে আছে। আসলে জায়গাটি দক্ষিণ ভারতে অবস্থিত এবং খুবই প্রসিদ্ধ একটি জায়গা। জায়গাটির এমন অদ্ভুত বিশেষত্ব ভাবলে সত্যিই অবাক লাগে। বিশেষ সেই জায়গাটি দক্ষিণের রাজ্য চেন্নাই থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরটির নাম অরোভিল। ইউনেস্কোর সহযোগিতায় শ্রী অরবিন্দ সোসাইটির ‘মা’ নামে পরিচিত মীরা আলফানসা এটি প্রতিষ্ঠা করেছিলেন। রজার এঙ্গার নামক এক ব্রিটিশ স্থাপত্যবিদ এই শহরটির প্ল্যান বানিয়েছিলেন নিজের হাতে। খবর কলকাতা টুয়েন্টিফোরের। রজার সারা বিশ্বের গঠনকে মাথায় রেখে শহরটি গড়ে তোলেন এবং এর মাঝখানে একটি মন্দির স্থাপন করেন। এই মন্দিরে মানুষ আসেন নিশ্চিন্তে ঈশ্বরের সাধনা করার জন্য। বর্তমানে এই শহরে আড়াই হাজারের বেশি লোক বসবাস করে। ৪২ টি দেশের বাসিন্দা মিলেমিশে এখানে থাকেন। এদের মধ্যে ৩০ শতাংশ আবার ভারতীয় বাসিন্দা। এখানে আধুনিক জীবনযাপনের যাবতীয় সুবিধা দেখতে পাবেন আপনি। তাই যে কোনো স্বাধীন এবং উন্নত শহরের তুলনায় এটি কোন অংশে কম এমনটা বলা যায় না। এখানের নিয়ম-নীতি একেবারেই নিজস্ব। ফলে এই স্বতন্ত্র নীতির অন্তর্গত হলো এখানকার এই অদ্ভুত ব্যবস্থা। এখানে টাকা পয়সার কোন অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে এতজন বাসিন্দা কী করে জীবন নির্বাহ করে? আসলে এখানে ‘সেবার বদলে সেবা’ এই নীতিতেই পরিচালিত হন বাসিন্দারা। সেই থেকেই তারা যা আয় করেন তাই দিয়ে নিজেদের জীবন এবং শহরের উন্নয়নের কাজ চালান তারা। তবে বাসিন্দাদের এই শ্রম দানের বিনিময়ে অরোভিল ফাউন্ডেশন থেকে নাগরিকদের কিছু বেতনও দেওয়া হয় আবার। সেই বেতন এই সংস্থার কাজে ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি ভারত সরকারও এই শহরকে এবং এর অর্থব্যবস্থার উন্নত চিন্তা ভাবনাকে স্বীকৃতি জানিয়েছেন। সেখানে গেলে আপনিও অবাক হবেন যে কতটা নিষ্ঠা ভরে তারা কাজ করেন ও সেবা করেন তাদের নিজের শহরের অস্তিত্ব রক্ষা করার জন্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App